দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে বেশি পরিচিত। টেক জায়ান্ট গুগলের সঙ্গে মিলে এ সেবা আনছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।

রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার এ সেবার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

এ অনুষ্ঠানের সংবাদ প্রকাশের জন্য সংবাদমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সিটি ব্যাংক।

তবে উদ্বোধনের পর কবে থেকে এ সেবা সিটি ব্যাংকের গ্রাহকরা ব্যবহার করতে পারবেন তা নিয়ে কথা বলতে চাননি বেসরকারি ব্যাংকটির কর্মকর্তারা। উদ্বোধন অনুষ্ঠানে বিস্তারিত ঘোষণা আসবে বলে তুলে ধরেন তারা।

কার্ডবিহীন অ্যাপভিত্তিক লেনদেনের সেবা ’গুগল পে’ এরইমধ্যে বিভিন্ন দেশে বড় আকারে ব্যবহার হতে শুরু করেছে। লেনদেনের নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিতি পেতে শুরু করা এ সেবা বাংলাদেশে চালুর সবুজ সংকেতও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের কার্ড ছাড়াই দেশ-বিদেশে গুগল পে এর মাধ্যমে লেনদেন করা যায়। ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকরা তাদের সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে এ অ্যাপ ব্যবহার করে কেনাকাটাসহ অর্থ লেনদেন করতে পারেন।

গুগল পে ব্যবহার করে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) পদ্ধতিতে অর্থ পরিশোধ করা যায়। অ্যাপের ‘ট্যাপ অ্যান্ড গো’ পদ্ধতিতে সংযোগবিহীন পয়েন্ট অফ সেল (পিওএস) টার্মিনালের মাধ্যমে কেনাকাটার অর্থ পরিশোধ করা যায়। কেনাকাটার ক্ষেত্রে এ পদ্ধতি দ্রুত ও নিরাপদ হওয়ায় বিশ্বব্যাপী তা দ্রুত পরিচিতি লাভ করেছে।

তবে সিটি ব্যাংকের সঙ্গে গুগল পে এর যৌথ সেবায় বাংলাদেশের গ্রাহকদের জন্য শুরুতে কী ধরনের লেনদেন করা যাবে তা উদ্বোধন অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews