নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত দিয়ে ১৪ জন ও সাপাহারের বামনপাড়া সীমান্ত দিয়ে চারজনকে পুশইন করা হয়। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপন চাকমা জানান, কালুপাড়া সীমান্তের সাতানাপাড়া আমবাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করে বিজিবির টহল দল। আটকরা হলেন- খুলনার মহারাজপুরের বাদশা মিয়া, ইমরান গাজী, কয়রা থানার কয়রা গ্রামের নাজমুল হাসান, দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের সুমা মোল্লা, রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার নুপুর খানম, আশিকা, মুনিয়া খাতুন, রাকেয়া শেখ, বাবু শিকদার, প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের ফাতেমা শেখ, ববিতা শিকদার, যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া গ্রামের দুলি বেগম। তারা কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বিজিবি ১৪ জনকে আটক করেছে। থানায় হস্তান্তর করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নওগাঁর সাপাহারের বামনপাড়া সীমান্ত দিয়ে পুশইন হওয়া দুই নারী ও দুই শিশুকে আটক করেছে বিজিবি। তারা হলেন- নড়াইলের উথলি গ্রামের হেনা খাতুন এবং চাঁনপুর গ্রামের স্ত্রী রুপালী খাতুন, তার সন্তান চাঁদনী ও রমজান। সাপাহার থানার ওসি আবদুল আজিজ বলেন, আটকদের থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews