রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া বাংলাদেশের পাশে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বুধবার সকালে রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা পরিষদ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ঢাকার মতো মস্কোও আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। প্রয়োজনে মস্কোতে বিশেষ দূত পাঠাবে বাংলাদেশ। একই সঙ্গে তিনি দাবি করেন- চলমান রোহিঙ্গা সংকটে চীনের অবস্থানও বাংলাদেশের বিপক্ষে নয়।রোহিঙ্গাদের এখন নিরাপদে মিয়ানমারে ফেরানোই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদের স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।মন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের মাধ্যমে তাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। নিরাপত্তা পরিষদে উন্মুক্ত সভায় অংশ নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ ও দেশটির নির্যাতিত নাগরিকদের ফেরত নেয়ার ওপর জোর দাবি জানিয়েছি। যেখানে বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই উপস্থিত ছিলেন বলে জানান এএইচ মাহমুদ আলী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews