ভবিষ্যত তারকার খোঁজে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪৯ জন প্রবাসী কিশোর ফুটবলারের অংশগ্রহণে শেষ হলো তিন দিন ব্যাপী ট্রায়াল। তবে ট্রায়ালের শেষ দিনে সমর্থকদের ‘ভুয়া’ ধ্বনি পেলেন বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা! গতকাল সন্ধ্যার ঠিক আগে স্টেডিয়ামের ডাগ আউট থেকে উঠতে যাচ্ছিলেন ক্যাবরেরা। ঠিক তখনই গ্যালারিতে সমর্থকদের ,‘ভুয়া, ভুয়া’ সেøাগান ওঠে। তারা স্লোগানে বলেন, ভুয়া, ভুয়া, ক্যাবরেরা ভুয়া।’ দর্শকদের বিরুপ মন্তব্য স্বাভাবিকভাবেই আঁচ করতে পেরেছেন স্প্যানিশ কোচ। ফলে হাঁটার গতি খানিকটা বাড়িয়ে দেন ক্যাবরেরা। সমর্থকদের এমন মন্তব্যে কোচের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করেও সফল হননি গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। ক্যাবরেরা চলে যাওয়ার পরও সমর্থকদের ‘ভুয়া’ সেøাগান মিনিট পনেরো অব্যাহত ছিল। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কার্যক্রম শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠান ছাপিয়ে ‘ভুয়া’ সেøাগান বড় হয়েছিল। সমর্থকরা ভুয়ার পর, স্লোগান দেন,‘আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই। দলে দলে খবর দে, সিন্ডিকেট কবর দেন।’ দর্শকরা ‘জিকো, জিকো’ আওয়াজও তুলেছিলেন কয়েকবার।
কাল প্রবাসী ফুটবলাররা নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন। এই ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে শ’পাচেক দর্শক উপস্থিত ছিলেন। তারা সেই খেলার পর জাতীয় দলের স্প্যানিশ কোচের সমালোচনা শুরু করেন। এক সমর্থক উত্তেজিত কন্ঠে বলেন,‘আমরা হ্যাভিয়ের ক্যাবরেরাকে চাই না। সে সিন্ডিকেট করে।’ আরেক সমর্থক বলেন,‘সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের ব্যর্থতার জন্য কোচ ক্যাবরেরাই দায়ী। তাকে আমরা চাই না।’
গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে হারায় বাংলাদেশকে। যে হারের জন্য স্বাগতিক দলের সমর্থকরা সেরা একাদশ নির্বাচনে কোচ ক্যাবরার খেলোয়াড় বাছাইকে দুষছেন। শুধু তাই নয়, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের জিততে না পারার জন্য সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররাও কোচ ক্যাবরেরার নেতিবাচক কৌশলকে দায়ী করেছেন। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের পরদিনই নিজ দেশ স্পেনে উড়াল দেন ক্যাবরেরা। তবে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল উপলক্ষে ফের ঢাকায় আসেন তিনি। তিন দিনের এই ট্রায়ালের পর্যবেক্ষক ছিলেন জাতীয় দলের প্রধান কোচ। প্রথম দুই দিন ক্লোজড ডোর ছিল। কালই প্রথম সিঙ্গাপুর ম্যাচের পর সমর্থকরা ক্যাবরেরাকে কাছে পেয়েছিলেন। তাই তারা নিজেদের রাগ উগরে দিলেন কোচকে ‘ভুয়া,ভুয়া’ ধ্বনিতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews