হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৯ জুলাই) বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপির মাঝখান এলাকা থেকে তাদেরকে আটক করে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স।

ওই স্থানে তল্লাশিকালে আটককৃত একটি প্রাইভেটকারে তাদের দেখানো মতে দুই সিটের মাঝখানে গাড়ির টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় শনিবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনও চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews