এবারও ব্যতিক্রমী দল ঘোষণা নিউজিল্যান্ডের

বরাবরই দল ঘোষণার সময় ব্যতিক্রম কিছু করে থাকে নিউজিল্যান্ড ক্রির্কেট বোর্ড। গত ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময় ক্রিকেটারের স্ত্রী, মা, সন্তানরা ভিডিওতে ঘোষণা করেছিলেনে একেকজনের নাম। তাদের সেই উদ্যোগ প্রশংসা পেয়েছিল বিশ্বজুড়ে। এবারও দল ঘোষণায় অনন্য সৃজনশীলতার ছাপ রাখল তারা। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবার আগেই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

দল ঘোষণার আগে নির্ধারিত সংবাদ সম্মেলন কক্ষে আসে দুই কিশোর বয়সী মাতিলদা ও অ্যাঙ্গাস। যাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট বলছে বিশেষ অতিথি। একদম বড়দের মতই শরীরী ভাষায় গুরুগম্ভীর ভাব এনে মাতিলদা ও অ্যাঙ্গাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এককজনের নাম। নিজেদের পরিচয় দিয়ে সবাইকে স্বাগত জানিয়ে তারা বলেন, ‘আজ আনন্দের সঙ্গে আমরা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা করতে যাচ্ছি।’

তারপর পড়তে থাকেন, ‘ইউর ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন-নর্দান ব্রেইভ…।’ তারপর পুরো দলকে শুভকামনা জানিয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন আহবান করেন।

নিউজিল্যান্ডের ঘোষিত বিশ্বকাপ দলে খুব বড় কোন চমকের দেখা নেই। বরং পরিচিত আর অভিজ্ঞরাই জায়গা করে নিয়েছেন ব্ল্যাকক্যাপসদের সেরা ১৫ জনে। অধিনায়ক কেইন উইলিয়ামসের নেতৃত্বে বিশ্বকাপে যাবে কিউইরা। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল আছেন ঘোষিত দলে। অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।

দলে আছেন নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় টিম সাউদিও। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ হবে এই পেসারের সপ্তম বিশ্বকাপ। দলের আরেক পেসার ট্রেন্ট বোল্টও খেলবেন নিজের পঞ্চম বিশ্বকাপ। ১৫ সদস্যের দলে পেসার ম্যাট হেনরি এবং অলরাউন্ডার রাচিন রবীন্দ্ররই এখনও টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। পেসারদের মধ্যে লকি ফার্গুসনও যাবেন এবারের বিশ্বকাপে। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি, মিচেল স্যান্টনার থাকছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স।

বিশ্বকাপের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

রিজার্ভ: বেন সিয়ার্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews