আইপিএলে নতুন এক ইতিহাস গড়লেন উইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন। তিনি ছাড়া আর কেউ ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৭ বছরের ইতিহাসে এই কীর্তি গড়তে পারেননি।

২০২৪ আসরে নারিন ব্যাট হাতে ৪৮৮ রান ও বল হাতে ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার- এমভিপি)। এ নিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন তিনি। যে কীর্তি তিনি ছাড়া আর কারও নেই।

২০১২ সালে আইপিএলে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিয়ান এই তারকার। অভিষেক মৌসুমে বল হাতে ২৪ উইকেট নিয়ে এমভিপি হন। এরপর ২০১৮ সালে ব্যাট হাতে ৩৫৭ ও বল হাতে ১৭ উইকেট নিয়ে আরও একবার হন এমভিপি।

এবার বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের তৃতীয় শিরোপা জেতান তিনি। নিজে জিতেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার।

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews