আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি এক এক্সবার্তায় বলেন, আমার নেতৃত্বে থাকা অবস্থায় ইসরাইল কখনো তার আত্মরক্ষার অন্তরায় আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে না।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র এবং বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের সৈন্য ও কর্মকর্তাদের জব্দ করার হুমকি আপত্তিজনক। আমরা এর কাছে মাথা নত করব না।’

নেতানিয়াহু বলেন, আমরা জয়ের আগ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে। আমরা কখনই নিজেদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বন্ধ করব না।

তিনি আরো বলেন, যদিও আইসিসি ইসরাইলের কর্মকে প্রভাবিত করবে না। কিন্তু এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews