মেসেঞ্জারেও কার্যকরী একটি ফিচার আসছে। একবার সোয়াইপ করেই যাতে পুরোনো আলাপচারিতা আর্কাইভ করে রাখা যায়, সে ব্যবস্থা করে দিচ্ছে ফেইসবুক। এ ছাড়াও চ্যাটিং উইন্ডোতে থাকা পুরোনো কোনো কিছু আর সার্চ অপশনের সাহায্যে খুঁজতে হবে না। প্রোফাইল ছবিতে ক্লিক করেই এক মেনু আইটেমের সাহায্যে খুঁজে বের করা যাবে।

ক্লাবহাউস আসার পর থেকেই অডিও সংশ্লিষ্ট ফিচারের আগ্রহী হয়ে উঠেছে ফেইসবুক। এবারের নতুন ফিচারেও সে আগ্রহের ছাপ রয়েছে। মেসেঞ্জারে কোনো বন্ধুকে বার্তা পাঠানোর সময় আর রেকর্ড বাটন চাপতে হবে না, শুধু মাইক চাপলেই চলবে। ইনস্টাগ্রামেও ফিচারটি আসছে বলে জানিয়েছে ফেইসবুক।

অন্যদিকে, ইনস্টাগ্রামের আইওএস অ্যাপ ব্যবহারকারীরা এখন নিজস্ব ছবি বা ক্লিপ দিয়ে কোনো ছবি বা ভিডিওতে জবাব দিতে পারবেন। আগামীতে অ্যান্ড্রয়েডেও আসবে সুবিধাটি।

এগুলো ছাড়াও মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন দুটি চ্যাট থিম এসেছে। একটি স্টার ওয়ার্স ভক্তদের জন্য, অন্যটি নেটফ্লিক্সের সেলেন কেইন্টানিলা বায়োপিকের সঙ্গে সম্পৃক্ত। দুটিতেই ‘লাইট’ এবং ‘ডার্ক’ মোড রয়েছে। সেটিংসে গিয়ে এটি বদলে নেওয়া যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews