আসছে ঈদে রিলিজ পেতে যাচ্ছে সঙ্গীতশিল্পী শারমিন রমা’র নতুন একক অ্যালবাম। এটি রমার তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামের সুর ও সঙ্গীত করেছেন দেশবরেণ্য কম্পোজার মানাম আহমেদ। অ্যালবামের নাম এখনও চূড়ান্ত করা না হলেও নিজের নামেই তৃতীয় একক অ্যালবামটি রিলিজ দিতে চাচ্ছেন রমা। মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত ৬টি গানের কাজ শেষ করা হয়েছে। বাকি দুটি গান ডুয়েট গান সংযোজন করা হবে। তবে ডুয়েটে রমার সাথে কে থাকছেন তা এখনই খোলাসা করতে চাচ্ছেন না তিনি। তিনি বলেন, ‘আমার এই ডুয়েট দুটি গানে চমক থাকছে। তাই এখনই বলছি না। ঈদের শ্রোতাদের জন্য অন্যতম আকর্ষণ থাকছে।’ ছয়টি গানে মধ্যে দুটি গান এরইমধ্যে রেডিওতে রিলিজ দেয়া হয়েছে। অডিও বাজারের এই সময় অ্যালবাম রিলিজ কতটুকু শ্রোতাপ্রিয়তা পাবে, এমন প্রশ্নে রোমা বলেন, ‘গান কিন্তু মানুষ এখনও শোনে। আগে সিডি কিনে শুনতো আর এখন ডাউনলোড করে শোনে। বরং আমি বলবো দেশে গানের শ্রোতা কয়েকগুণ বেড়েছে। কারণ গানের মাধ্যম এখন সহজলভ্য হয়ে গেছে অনেকটা। তাই আমার এই অ্যালবামটি এ প্রজন্মের তরুণদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’