যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস হলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন বলে গত সোমবার হুমকি দিয়েছেন ইলন মাস্ক। এই ধনকুবেরের মতে, বিলটি পাস হলে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের আর কোনো পার্থক্য থাকবে না। ডেমোক্র্যাটরা করদাতাদের টাকা অপচয় করেছেন বলে রিপাবলিকানরা অভিযোগ করে থাকেন।
ট্রাম্পের প্রস্তাবিত বিলটি গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। বিলটিতে করছাড়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও দরিদ্রদের জন্য খাদ্যসহায়তা কমানোর কথা বলা হয়েছে।