নাফের দুই পারের মাটি ও মানুষের কাছে আরাকানের রাজধানী মানে ‘আকিয়াব’। কিন্তু অফিশিয়ালি বহির্বিশ্বে এটা এখন সিত্তে। সিত্তে শব্দের অর্থ, ‘যেখানে দুই পক্ষের যুদ্ধ বেধেছিল’। ১৭৮৪–এর যে যুদ্ধে বামারদের কাছে আরাকানিজরা স্বাধীনতা হারিয়েছিল, তার স্মরণে এ নামকরণ।
কিন্তু এবার ইতিহাসের বদলে ঘটছে দুইভাবে। আকিয়াব বা সিত্তেতে এবার বামার ও আরাকানিজদের একালের যুদ্ধের প্রথম অধ্যায় শেষ হতে চলেছে; এবং দ্বিতীয়ত, এবার হারছে বামাররা। যদিও সিত্তে ছাড়াও দুটি জায়গা (চিয়াকপু ও মানাং) এখনো বামারদের নিয়ন্ত্রণে আছে কিন্তু সবারই ধারণা, রাজধানী পতনের পর সেগুলোর পতন হবে সময়ের ব্যাপারমাত্র।
তবে সিত্তে দখল-বেদখলের তাৎপর্য কেবল বামার ও রাখাইনদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না নিশ্চয়ই। চট্টগ্রাম থেকে আইজল তো বটেই, পুরো বঙ্গোপসাগরে এটা হবে মোড়বদলকারী ঘটনা। প্রশ্ন হলো, বাংলাদেশ ও ভারত কতটা প্রস্তুত নাটকীয় এই পরিবর্তনের জন্য?