নাফের দুই পারের মাটি ও মানুষের কাছে আরাকানের রাজধানী মানে ‘আকিয়াব’। কিন্তু অফিশিয়ালি বহির্বিশ্বে এটা এখন সিত্তে। সিত্তে শব্দের অর্থ, ‘যেখানে দুই পক্ষের যুদ্ধ বেধেছিল’। ১৭৮৪–এর যে যুদ্ধে বামারদের কাছে আরাকানিজরা স্বাধীনতা হারিয়েছিল, তার স্মরণে এ নামকরণ।

কিন্তু এবার ইতিহাসের বদলে ঘটছে দুইভাবে। আকিয়াব বা সিত্তেতে এবার বামার ও আরাকানিজদের একালের যুদ্ধের প্রথম অধ্যায় শেষ হতে চলেছে; এবং দ্বিতীয়ত, এবার হারছে বামাররা। যদিও সিত্তে ছাড়াও দুটি জায়গা (চিয়াকপু ও মানাং) এখনো বামারদের নিয়ন্ত্রণে আছে কিন্তু সবারই ধারণা, রাজধানী পতনের পর সেগুলোর পতন হবে সময়ের ব্যাপারমাত্র।

তবে সিত্তে দখল-বেদখলের তাৎপর্য কেবল বামার ও রাখাইনদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না নিশ্চয়ই। চট্টগ্রাম থেকে আইজল তো বটেই, পুরো বঙ্গোপসাগরে এটা হবে মোড়বদলকারী ঘটনা। প্রশ্ন হলো, বাংলাদেশ ও ভারত কতটা প্রস্তুত নাটকীয় এই পরিবর্তনের জন্য?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews