বিলম্বে শুরু হতে যাওয়া ইউরো-২০২০কে সামনে রেখে প্রথম কোভিড-১৯ টিকার আওতায় আনা হলো ইতালীয় ফুটবল স্কোয়াডকে। তাদেরকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে বলে সোমবার ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। রোম ও মিলানের হাসাপাতালে এই ভ্যাকসিনেশনের কাজ সম্পাদিত হযেছে বলে এতে উল্লেখ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফআইজিসি জানায়, 'কোভিড-১৯ ইমার্জেন্সি সাপোর্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে আগামী জুনে ইউরোতে অংশ নিতে যাওয়া ফুটবলারদের অগ্রাধিকার ভিত্তিক ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে যাওয়া সংক্রান্ত একটি চুক্তি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্পাদন করা হয়েছে।'
সংবাদ সংস্থা আনসা'র রিপোর্টে বলা হয়, এফআইজিসির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা বলেছেন রবার্তো মানচিনির গড়া ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ১২ ফুটবলারকে রোমে টিকা দেয়া হয়েছে। মিলানে টিকা নিতে যাচ্ছে ১৪ বা ১৫ জন ফুটবলার। রোমা এবং বিদেশি ক্লাবের ইতালীয় জাতীয় দলের খেলোয়াড়রা এখনো এই টিকা নিতে পারেননি। কোচিং স্টাফরাও এখনো পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণ করেনি।