চট্টগ্রাম: বৈষম্যমুক্ত নবম পে-স্কেল সহ ৬ দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের জেলার নেতারা।  

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

দাবিগুলো হচ্ছে- বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে- কমিশন গঠন, বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, শতভাগ পেনশন প্রদানসহ কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন।

এ সময় উপস্থিত ছিলেন, নবম পে-স্কেল ঘোষণা সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের বিভাগীয় সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, বিভাগীয় দপ্তর সম্পাদক কামাল হোসেন,প্রচার সম্পাদক মোজাম্মেল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক আমির হোসেন,সদস্য জাকির হোসেন, চট্টগ্রামের আহ্বায়ক মো. মাহবুব-উল-আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ মজুমদার, গোলাম মাওলা মো. আব্দুল্লাহ, সদস্য মো. সাইফুল ইসলাম, নাছির উদ্দীন, ইসমাঈল উদ্দীন, শরীফুল ইসলাম পাটোয়ারী, জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম কলেজের মো. সাইফুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, গোলাম রহমান, মো. কাউসার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪

বিই/পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews