উল্লেখ্য, বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়।
জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১২টার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি জানার পর তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। তবে কীভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে বা কেউ নিক্ষেপ করেছে কি না, সেটি কেউ দেখেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ২৩ জুন এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল।