ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে দীর্ঘ ২২ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে কলেজ মিলনায়তনে ভোটের মাধ্যমে এই কাউন্সিল শুরু হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিলে শিক্ষার্থীদের ভোটের নির্বাচিত সভাপতি পদে মো: ফাহিম মিয়া ২১০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মুহিদুল ইসলাম মাহিদ ২১১ ভোট পেয়ে বিজয়ী হন। শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ পায়, যা দীর্ঘদিন পর কলেজ ছাত্ররাজনীতিতে গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি করে।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (জাককানবি) ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন। প্রিজাইডিং অফিসার ছিলেন মো: আল-আমিন।

কাউন্সিলর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলার টিম প্রধান মো: শাকির আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিসালাত হোসেন সজিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মো: আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো: রাকিব হোসেন।

নেতৃবৃন্দ বলেন, ‘নবনির্বাচিত নেতৃত্ব ছাত্রদলকে আরো সংগঠিত, গতিশীল ও ছাত্রবান্ধব করবে। দীর্ঘ ২২ বছর পর এই কাউন্সিল গফরগাঁও কলেজে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করল।’

গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন বলেন, ‘গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই সম্মেলন শুধু একটি সংগঠনিক কর্মসূচি নয়, বরং এটি ছিল ছাত্ররাজনীতিতে গণতন্ত্র চর্চার এক অনন্য উদাহরণ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews