এক জুলাই যোদ্ধাকে নিয়ে ফেইসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার পর তা সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সেই ছবিতে দেখা যায়, এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা বসে আছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন জুলাই অভ্যুত্থানে আহত এক কিশোর।

ওই ছবি শেয়ার করে বৃহস্পতিবারের ওই পোস্টে ফারুক ওয়াসিফ লিখেছিলেন, “একদল বীরপুরুষ ও একটি বালকের মুখের হাসি। মদিনার ঘরে ঘরে আনন্দ!”

সেই পোস্ট এখন আর দেখা যাচ্ছে না। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ফারুক ওয়াসিফকে, যিনি নিজেও জুলাই আন্দোলনের সময় সরব ভূমিকায় ছিলেন।

পরে দুঃখ প্রকাশ করে দেওয়া এক পোস্টে ফারুক ওয়াসিফ লেখেন, “জুলাইয়ের আহত ছেলেটার ছবিটার সমস্যা আমি বুঝতে পেরেছি। খোঁজও নিয়েছি। আমি দুঃখিত ও অনুতপ্ত। ছবির রাজনীতি নিয়ে এটা আমার ব্যর্থতা।

“জুলাইয়ের শহীদ ও আহতদের বঞ্চনা মাঝেমধ্যে আমাকেও হতাশ ও ব্যথিত করে। তাদের ঋণের কাছে ছোটো লাগে। সেই বশত পোস্টটা দেওয়া।”

যোগাযোগ করা হলে সাংবাদিক ফারুক ওয়াসিফ এ নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews