অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান হলো জনগণের জন্য ভিডিও। শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণ মানুষ ফলো করে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করার দরকার নেই।’

শনিবার (২০ জুলাই) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমারও কিছু স্বপ্ন ছিল। জাতির জনক বঙ্গবন্ধুকে ফলো করেই আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আজ আমি অর্থমন্ত্রী হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্রজীবনে অনেক বেশি লেখাপড়া করতে হবে। আমি যতটুকু পড়ে আজকের পর্যায়ে এসেছি। আগামীতে কাউকে এপর্যায়ে আসতে হলে তাকে অনেক বেশি পড়তে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের হাতে সবসময় বই রাখতে হবে। সময় পেলেই বই পড়বেন। এটাই শিক্ষকদের প্রধান কাজ। আমিও সবসময় গাড়িতে বই রাখি, বই পড়ি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ হামিদ, উপজেলা শিক্ষা অফিসার রতন কুমার সাহা। সভাপতিত্ব করেন কলেজের গর্ভনিং বডির সদস্য ইব্রাহিম মজুমদার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews