ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আ.ন.ম. শামসুল ইসলাম।

রোববার বরিশাল অঞ্চল কর্তৃক আয়োজিত উপজেলা-থানা, সভাপতি-সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল ইসলাম বলেন, শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সব সময় তারা বঞ্চিত হয় তাদের অধিকার নিশ্চিত করতে হবে। আল্লাহর রাসুল সা: বলেছেন ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের প্রাপ্য বুঝিয়ে দাও, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিকগণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। তারা ধনী শ্রেণির শোষনের শিকার হচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে শোষিত নির্যাতিত অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। আমরা নিজ নিজ সেক্টরের শ্রমিকদের সংগঠিত করে তাদের দাবি আদায়ের নেতৃত্ব প্রদান করতে পারলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শ্রমিকদের আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে পরিণত হবো। সব কাজের ক্ষেত্রে আমাদের মূল চিন্তা থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাতের আঁধারে আমাদের কাজের জন্য আল্লাহর দরবারে ধরনা দিতে হবে। আমাদের তাহাজ্জুদ কাজা করা যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াজজম হোসাইন হেলাল বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এদেশের আপামর শ্রমিক শ্রেণির কাছে তাদের একমাত্র শ্রমিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিপদে-আপদে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে, সকল শ্রেণি পেশার শ্রমিকদের নিয়ে নিজ নিজ পেশায় ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। দারসুল কুরআনে সূরা আল কাসাস এর ২৬-২৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালার ঘোষিত শ্রমিকদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক কবির আহমেদের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণের সভাপতি শ্রমিক নেতা মিজানুর রহমান, বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মহানগর সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান পাভেল, ঝালকাঠি জেলা সভাপতি মিরাজুল ইসলামসহ অঞ্চলের জেলা সমূহের সাধারণ সম্পাদক প্রমুখ নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews