একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সংসদ নির্বাচন নামের এই অ্যাপে ১৯৭০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সব সংসদ নির্বাচনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এর নির্মাতারা বলেন, এই অ্যাপ্লিকেশনে নির্বাচন নিয়ে উৎসাহী প্রতিটি নাগরিক, নির্বাচিত ও সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক নেত্রীবৃন্দ, কর্মী, গবেষক, ইতিহাসবিদ এবং সাধারণ নাগরিকদের তার নির্বাচনী এলাকা, ভোট কেন্দ্র এবং এর প্রতিটি নির্বাচনভিত্তিক ঐতিহাসিক তথ্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে।

অ্যাপটির নির্মাতা লোটাস টেকনোলজিসের প্রধান নুরুল ফেরদৌস জানান, অ্যাপটি গুগল প্লেতে অবমুক্ত করা হয়েছে এক মাস আগে। এরই মধ্যে ১৫ হাজারবারের বেশি অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। তিনি বলেন, ‘এই অল্প সময়ে এতোবার ডাউনলোড হয়েছে যা আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। আমরা ভালো সাড়া পাচ্ছি।’
অ্যাপ্লিকেশনটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হলে যেতে হবে https://play.google.com/store/apps/details?id=com.nirbachan.app অথবা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে https://www.nirbachan.com/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews