উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন আলী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ধরে নিয়ে যায় বলে তিনি অভিযোগ পেয়েছেন।

তারা হলেন, উপজেলার প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)।

ইউপি সদস্য নয়ন আলী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, “পদ্মা নদীতে মাছ ধরে বাংলাদেশ সীমানার ভেতরে ফরহাদপুর সামাজিক বনায়নের পাশের নির্মলচর হয়ে বাড়ি ফিরছিলেন দুই জেলে।

“এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে ঢুকে তাদের টেনেহিঁচড়ে নিয়ে চলে যায়। সন্ধ্যায় দুই জেলের পরিবারের সদস্যদের নিয়ে আমি প্রেমতলী বিজিবি ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানিয়েছি।”

এ বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ।

তিনি বলেন, “বিএসএফ অনুপ্রবেশ করেছে নাকি জেলেরা ভুল করে ভারত সীমায় চলে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তবে রাত ৮টার দিকেও বিএসএফের সঙ্গে যোগাযোগ করা সম্ভাব হয়নি বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews