ঢাকা: ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ।



মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মো. মোশারফ হোসেন বাংলানিউজকে নাঈমুর রহমান দুর্জয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।







তিনি এখন আমাদের হেফাজতে আছে। নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে মানিকগঞ্জ রওনা দেওয়া হয়েছে।

এজেডএস/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews