মাদারীপুরের কালকিনিতে মোঃ জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলীমাবাদ গ্রামে ওই ইউপি সদস্যের রান্না ঘরের পাশে এ ঘটনা ঘটে। 

এদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাধারণ জনগনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

জাকির ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

প্রদক্ষদর্শীরা জানান, কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপি সদস্য জাকির ফকিরের বাড়িতে তার নিজ মেয়ে রিতা আক্তারের বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছিল। হঠাৎ সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews