গোটা বিশ্বে খাওয়া-থাকার খরচের নিরিখে বিদেশি নাগরিকদের জন্য সস্তা শহরগুলির মধ্যেও কলকাতার নাম রয়েছে ২৬ নম্বরে। তার পরেই ভারতে সস্তার শহর বেঙ্গালুরু।







তিন নম্বরে রয়েছে চেন্নাই, চারে দিল্লি। আর খাওয়া-থাকার খরচখরচার নিরিখে ভারতে সবচেয়ে দামি শহর মুম্বাই।

আন্তর্জাতিক সংস্থা 'মার্সার' তাদের এ বছরের জরিপের ফলাফল সম্প্রতি প্রকাশ করেছে। এতে আরও উঠে এসেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।

জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোন দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জীবনযাত্রার খরচ কেমন, সেই বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী।

বিশ্বের ২০৯টি শহরকে নিয়ে সমীক্ষক সংস্থা ‘মার্সার’-এর ২৩তম ‘কস্ট অফ লিভিং সার্ভে’র ফলাফলই ওই তথ্য দিয়েছে। তাতে বলা হয়েছে, মুম্বাই এ ব্যাপারে খুব দ্রুত এগিয়ে চলেছে। সবচেয়ে দামি শহরের তালিকায় প্রথম ৫০টির মধ্যে শিগগিরই ঢুকে পড়তে চলেছে মুম্বাইয়ের নাম। ভারতে মুম্বইয়ের পরেই সবচেয়ে দামি শহরগুলির নাম যথাক্রমে দিল্লি (বিশ্ব র‌্যাঙ্কিং ৯৯), চেন্নাই (বিশ্ব র‌্যাঙ্কিং ১৩৫), বেঙ্গালুরু (বিশ্ব র‌্যাঙ্কিং ১৬৬) ও কলকাতা (বিশ্ব র‌্যাঙ্কিং ১৮৪)।

ওই সমীক্ষাই জানিয়েছে, জীবনযাত্রার খরচের নিরিখে কলকাতার পরেই ভারতের সবচেয়ে সস্তার শহরগুলির তালিকায় রয়েছে বেঙ্গালুরু (বিশ্ব র‌্যাঙ্কিং ৪৪), চেন্নাই (বিশ্ব র‌্যাঙ্কিং ৭৫) ও দিল্লির (বিশ্ব র‌্যাঙ্কিং ১১১) নাম। সেই তালিকায় এ দেশে মুম্বই পাঁচ নম্বরে থাকলেও, বলিউডের শহরের এ ব্যাপারে বিশ্ব র‌্যাঙ্কিং ১৫৩।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews