৮ / ১৩
এদিকে ‘সবকিছু পেছনে ফেলে’ ছবির শুটিং নিয়ে জটিলতার কারণে সাকিব আল হাসানের সঙ্গে ফুজি ফিল্মসেরও দ্বন্দ্ব হয়। তাদের সঙ্গে চুক্তি বাতিল হয়। রাজিবুল বলেন, ‘ফুজি ফিল্মসের পক্ষ থেকে আমাকে জানানো হয়, সাকিবের যে অংশ শুটিং হয়েছে, তা যেন বাদ দিয়ে দিই। তত দিনে আমার ছবির শুটিংয়ে ওই সময় ৬৫ লাখ টাকা খরচ হয়ে যায়। আমি পুরো ব্যাপারটায় ট্রমাটাইজড হয়ে পড়ি। বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই। এরপর আর কখনো ছবিটির কাজ হয়নি।’