‘আমার শাওন কই, আমার শাওন কই; তোমরা আমার শাওনকে এনে দাও, তারা কেন আমার শাওনকে এভাবে মেরে আমার বুক খালি করল’—ছেলেকে হারিয়ে এমন আহাজারি মা আঞ্জুমান আরার। ছেলেকে খুনের খবর শোনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি; জ্ঞান ফিরলেই খুঁজছেন ছেলেকে।

গতকাল বুধবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে কিশোর গ্যাংয়ের এক পক্ষের হামলায় খুন হন কলেজপড়ুয়া মাজহারুল ইসলাম ওরফে শাওন (১৮)। এর পর থেকেই মা আঞ্জুমান আরার আহাজারি থামছেই না।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সেনবাগ উপজেলায় দুই বছর ধরে ‘এফ-টেন’ নামের একটি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলছে। উপজেলার সেবারহাটের স্কুল, বিপণিবিতানসহ বিভিন্ন দেয়ালে ‘এফ-টেন’-এর নামে রয়েছে দেয়াললিখন। প্রায়ই অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দলটি। মাজাহারুলও এই কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেই আরেকটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ হয়। এর জেরে তাঁর ওপর হামলা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews