ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে বিএনপি সমর্থিত শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে জানান ঢাবি সাদা দলের নেতারা।

সংবাদ সম্মেলনে সাদা দলের শিক্ষকরা জানান, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

সেমিনারে সভাপতিত্ব করবেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এ সময় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ব‌লেন, ‘শ‌হীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমা‌ন নি‌য়ে কারও কোনও প্রশ্ন নাই। তি‌নি খুব সাধারণ জীবন-যাপন ক‌রে‌ছেন। এ সে‌মিনা‌রে শিক্ষার্থীরা তার জীবন সম্পর্কে জান‌তে পার‌বে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আসলাম হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং সদস্যসচিব অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews