নিরাপত্তা ইস্যুতে পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। জাতীয় দলের এ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের মাঠে খেলছে বাংলাদেশ দল। পাকিস্তানে মুশফিককে খুব মিস করছেন টাইগাররা।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে যায় সফরকারী বাংলাদেশ দল।

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, আমরা সবসময়ই মুশফিকুর রহিমের অবদানটা মিস করি। কারণ তিনি আমাদের দলের অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার, ক্রিকেটের তিন সংস্করণেই দলের অন্যতম সেরা পারফর্মার তিনি।

রিয়াদ আরও বলেন, মুশফিক এখানে নেই বলে তো আর আমরা বসে থাকলে চলবে না! আমাদের অবশ্যই ভিন্নভাবে চিন্তা করতে হবে। প্রতিটা সুযোগ লুফে নিতে হবে এবং জয়ের জন্য নিজেদের ভালো পারফর্ম করতে হবে।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে শোয়েব মালিকের ৫৮ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। খেলা শুরু হবে বিকাল তিনটায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews