প্রাণ-প্রকৃতি রক্ষায় ও তীব্র তাপ থেকে মুক্তি মিলতে বর্ষা মৌসুম থেকে বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। শনিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানান।

তিনি বলেন, এরই মধ্যে বৃক্ষরোপণের প্রস্তুতি হিসেবে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে গাছ লাগিয়ে ফটোবাজি নয় গাছের যত্ন নিতেও আমরা কাজ করবো।

নাছির বলেন, বৃষ্টিহীন এ তীব্র রোদের সময় গাছ রোপণ করা হলেও সেগুলো বাঁচবে না। এ খরার মধ্যে কৃত্রিমভাবে পানি সরবরাহ করেও গাছ বাঁচানো অসম্ভব। দেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা যখন ৩০-৩২ ডিগ্রি ছিল তখনই নতুন গাছ বাঁচতো না। এখন তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। তাই আসন্ন বর্ষায় সারাদেশে বৃক্ষরোপণ করবে ছাত্রদল।

তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবস, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীসহ নানা উপলক্ষে অতীতেও সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে ছাত্রদল। এ বছর আরও বড় পরিসরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews