এবি পার্টির ইফতারে বিভিন্ন দলের নেতারা

এবি পার্টির ইফতারে অংশ নিয়েছেন বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রাজনীতিক ছাড়াও কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনার শাসনামলে যারা নিপীড়িত ও অত্যাচারে জর্জরিত ছিল, তাদের অনৈক্য ও সংঘাতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে তা খুবই দুঃখজনক হবে। তাতে হাজারো মানুষের বিশ্বাস ভঙ্গ হবে। সংস্কার ত্বরান্বিত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে পুনর্গঠনে ঐকমত্যে পৌঁছাতে হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় ইফতারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিস মহাসচিব আহমদ আব্দুল কাদের, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদ, গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ইসলামী আন্দোলনের  যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেটো রেংগালী, কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, পাকিস্তানের রাষ্ট্রদূত এইচ ই সায়েদ মারুফ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জামার্নি, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, কানাডা, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছিলেন।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ প্রমুখ অংশ নেন। জামায়াতের কেউ না থাকলেও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews