চিকেন ব্রেস্ট দীর্ঘদিন ধরে প্রোটিন সরবরাহের সহজ এবং জনপ্রিয় উৎস হিসেবে পরিচিত। তবে এটি একমাত্র নয়। বিভিন্ন খাবার আছে যেগুলোতে চিকেন ব্রেস্টের থেকেও বেশি প্রোটিন রয়েছে। খাদ্যতালিকায় বৈচিত্র্য আনতে ও সমগ্র পুষ্টি নিশ্চিত করতে এই বিকল্প উৎসগুলো বেশ কার্যকর।

১. টার্কি ব্রেস্ট: টার্কি ব্রেস্ট একটি লীন প্রোটিন যা চিকেন ব্রেস্টের চেয়েও সামান্য বেশি প্রোটিন সরবরাহ করে। প্রতি ৩ আউন্সে এটি ১২৫ ক্যালোরি, যা চিকেন ব্রেস্টের ১২২ ক্যালোরির প্রায় কাছাকাছি।

২. টুনা:  টুনা কম ক্যালোরির পাশাপাশি উচ্চ প্রোটিনযুক্ত একটি বিকল্প। তবে কিছু প্রজাতিতে পারদের মাত্রা বেশি হওয়ায় গর্ভবতী নারী ও শিশুদের জন্য সাপ্তাহিক সীমা নির্ধারিত।

৩. চিংড়ি: কম ক্যালোরিতে উচ্চ প্রোটিনের উৎস চিংড়ি। এতে ক্যালসিয়াম বেশি এবং স্যাচুরেটেড ফ্যাট কম। চিংড়ি দিয়ে সালাদ থেকে শুরু করে পাস্তা—বিভিন্ন পদ তৈরি করা যায়।

৪. গ্রাউন্ড বিফ (মাংস কিমা): গ্রাউন্ড বিফ প্রোটিনে সমৃদ্ধ হলেও এতে চিকেনের তুলনায় বেশি চর্বি ও ক্যালোরি থাকে। ৩ আউন্সে এটি ১৮৪ ক্যালোরি এবং ১০ গ্রাম ফ্যাট দেয়, যেখানে একই পরিমাণ চিকেন ব্রেস্টে ফ্যাট মাত্র ৩.৫৭ গ্রাম।

৫. পারমিজান চিজ প্রোটিন: চিকেন ব্রেস্টের তুলনায় প্রতি আউন্সে বেশি প্রোটিন থাকে পারমিজান চিজে। তবে এটি তুলনামূলকভাবে উচ্চ ক্যালোরি ও ফ্যাটযুক্ত, তাই পরিমিতভাবে গ্রহণ করা বাঞ্ছনীয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews