মানবজমিন ডেস্ক

বিশ্বজমিন ২৫ জানুয়ারি ২০২০, শনিবার

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর অভিশংসন কার্যক্রম চলার সময় মোবাইলে ভিডিও গেম খেলার অভিযোগ উঠেছে দেশটির সিনেটরদের বিরুদ্ধে। এ ছাড়া উঠেছে ঘুমিয়ে যাওয়াসহ আরো বেশকিছু আইন ভঙ্গের অভিযোগও। দীর্ঘ সময় ধরে চলা শুনানির সময় সিনেটর জিম রিশ ও জিম ইনহোফের ধৈর্যচ্যুতি হয় বলে অভিযোগ আনা হয়েছে। এ সময় তারা বিভিন্ন গেম খেলায় মেতে ওঠেন। কাগজ দিয়ে বানানো প্লেন দিয়েও খেলতে দেখা যায় সিনেটরদের। বিবিসি জানিয়েছে, ডনাল্ড ট্রামেপর বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি তার ক্ষমতাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। এখানে সিনেটররা বিচারক হিসেবে সিদ্ধান্ত নেবেন যে, ট্রামেপর কী আসলেই দায়িত্বে থাকার যোগ্যতা রয়েছে কী না। কিন্তু সিনেটরদের এই আচরণে তাদের সেই বিচারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।মার্কিন গণমাধ্যমগুলো রিপাবলিকান ও ডেমোক্রেট উভয়দলের আইনপ্রণেতাদেরকে স্কুলের বাচ্চাদের সঙ্গে তুলনা করেছে। আইন অনুযায়ী, সিনেটরদের শুনানি চলাকালীন নিজ আসনে বসে থাকতে হয়। কিন্তু অন্তত ৯ ডেমোক্রেট ও ২২ রিপাবলিকান সিনেটর গত বৃহসপতিবার তাদের আসন ছেড়ে ঘোরাঘুরি করছিলেন। এর মধ্যে ছিলেন, ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স, অ্যামি ক্লোবুচার ও মাইকেল বেনেটও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews