মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এমিল বোভকে যুক্তরাষ্ট্রের থার্ড সার্কিট কোর্ট অব অ্যাপিলস-এর ফেডারেল আপিলেট বিচারপতি হিসেবে নিযুক্ত করেছে মার্কিন সিনেট।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার সিনেটে ৫০-৪৯ পার্টিজান (দলীয় বিভক্তি) ভোটে আজীবন মেয়াদে এই পদে তার নিয়োগ নিশ্চিত করা হয়। ডেমোক্র্যাটরা তীব্র আপত্তি জানিয়ে এ মাসের শুরুতে সিনেট কমিটির একটি বৈঠক থেকে ওয়াকআউট করেন।

আলাস্কার লিসা মারকউস্কি এবং মেইনের সুসান কলিন্স- এই দুই রিপাবলিকান সিনেটর বোভের মনোনয়নের বিপক্ষে ভোট দিলেও রিপাবলিকানদের ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মনোনয়ন অনুমোদন হয়।

৪৪ বছর বয়সী এমিল বোভ একজন সাবেক ফেডারেল প্রসিকিউটর এবং বিচার বিভাগে তৃতীয় সর্বোচ্চ পদে থাকার সময় ট্রাম্প তাকে মনোনয়ন দেন।

তবে তার মনোনয়ন ঘিরে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়। সিনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্য সিনেটর ডিক ডারবিন মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বোভের প্রধান যোগ্যতা হলো এই প্রেসিডেন্টের প্রতি তার অন্ধ আনুগত্য।’

তিনি আরো অভিযোগ করেন, বোভ ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় অংশগ্রহণকারীদের পক্ষে অবস্থান নেন এবং যারা তাদের বিচারের আওতায় এনেছিলেন, তাদের বরখাস্ত করেন।

বোভের বিচারিক এলাকা হবে ডেলাওয়ার, নিউ জার্সি এবং পেনসিলভানিয়া- এই তিনটি পূর্বাঞ্চলীয় রাজ্য।

নিউ জার্সির সিনেটর কোরি বুকার এবং অ্যান্ডি কিম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বোভের পেশাগত রেকর্ডে অসদাচরণ, নৈতিক লঙ্ঘন এবং বিচার বিভাগের নীতি-নৈতিকতার প্রতি অসম্মানের প্রমাণ রয়েছে।’

বোভের মনোনয়নের বিরুদ্ধে আইনজীবী মহলে জোরালো প্রতিবাদ গড়ে ওঠে।

৯০০-র বেশি সাবেক বিচার বিভাগীয় আইনজীবী সিনেট কমিটিতে একটি চিঠি দিয়ে বলেন, ‘যিনি বিচার বিভাগকে অপমান করেন, তার উচ্চ আদালতে নিযুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

একইসাথে ৭৫ জনেরও বেশি অবসরপ্রাপ্ত বিচারক আরেকটি চিঠিতে বলেন, ‘একজন প্রেসিডেন্টের পক্ষে তার নিজস্ব অপরাধ মামলার আইনজীবীকে বিচারপতি হিসেবে মনোনয়ন দেয়া অত্যন্ত অনুচিত।’

বোভ ট্রাম্পের হয়ে নিউ ইয়র্কে ৩৪টি ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলায় সাফাই পেশ করেন, যা এক পর্নোতারকাকে ঘুষ প্রদান কেলেঙ্কারি ঢাকতে করা হয়েছিল।

এছাড়া তিনি ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফেডারেল ফৌজদারি মামলা পরিচালনা করেন, যা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প জেতার পর বন্ধ হয়ে যায়।

চলতি বছর, বোভ নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এর বিরুদ্ধে থাকা ঘুষ ও জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করার নির্দেশ দেন, যার ফলে ম্যানহাটন ইউএস অ্যাটর্নি অফিস ও ওয়াশিংটনের বিচার বিভাগে ব্যাপক পদত্যাগ শুরু হয়।

বোভ এই অভিযোগ অস্বীকার করেছেন যে ট্রাম্পের অভিবাসন নীতিতে মেয়রের সমর্থনের বিনিময়ে তিনি মামলাটি প্রত্যাহার করেন।

সূত্র : এএফপি/বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews