ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শামসুল আলম (৪০) নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) একসদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তাকে সায়দাবাদ বাস টার্মিনালের রেলগেট এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে সায়দাবাদ বাস টার্মিনালের রেলগেটে বলাকা কাউন্টারের সামনে থেকে শামসুল আলমকে উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে জানা যায়, তিনি পুলিশ সদস্য(কনস্টেবল নম্বর ১৪৮১)। বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত আছেন।

এএসআই মো. নজরুল ইসলাম আরও জানান, কোনো বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আইডি কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কারের পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এজেডএস/এমএমজেড



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews