ভোট দিতে না পারা
ফেনীর পরশুরাম উপজেলার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল আফসার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে চান না। তাঁর ভাষায়, ‘কথা বলে কী লাভ? যা হওয়ার তো তা হচ্ছে।  নির্বাচন আসছে শুনছি, কিন্তু ভোট দিতে পারি না।’ তাঁর দাবি, ২০ বছর ধরে ভোট দিতে পারেননি। (নির্বাচন আসে ভোট হয় না, দেশ রূপান্তর, ২৭ এপ্রিল ২০২৪)

নুরুল আফসারের মতো বহু মানুষ গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি। এই নির্বাচনগুলোর মধ্যে জাতীয় নির্বাচনগুলোও ছিল। বিশেষ করে গত তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) ভোট না দিতে না পারার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এর মধ্যে দুটি নির্বাচন (২০১৪ ও ২০২৪)  ছিল ‘একতরফা’। আরেকটি নির্বাচন (২০১৮) ছিল দারুণভাবে প্রশ্নবিদ্ধ, যেটা মানুষের কাছে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পেয়েছে। পরপর তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পেরে ভোটাররা ভোটদানে আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছেন, এ সত্য অস্বীকার করার কোনো উপায় নেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews