ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ১৬৬ জনের মৃত্যু হলো। গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৪ জন। এ নিয়ে এ বছর রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৮২তে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬১ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৩২ জন, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ১৪৪, খুলনায় ৮১, রাজশাহীতে ৩৩, রংপুরে ৪৭, বরিশালে ৯৯ এবং সিলেট বিভাগে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪৯৫ রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন ১৭৫৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা ১৭৩৬। গতবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মারা যান ১৭০৫ জন।