প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। আজ সোমবার চীনের দাজহুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।



তিন ম্যাচে তিন রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল কঠিন এক ধাক্কায়—জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দল।







তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে জয়ের দেখা পায় তারা। আজ সেই ধারাবাহিকতা বজায় রেখে একই ব্যবধানে হারালো হংকংকেও।

ম্যাচের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। দুই দলই রক্ষণে বেশ সংগঠিত ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক রূপে দেখা যায় বাংলাদেশকে। ম্যাচের ৩৪তম মিনিটে কনার ফিল্ড গোলে লিড নেয় দল। এরপর রিয়ার করা আরেকটি ফিল্ড গোল ব্যবধান দ্বিগুণ করে তোলে, যা হংকংয়ের ম্যাচে ফেরার সম্ভাবনা প্রায় শেষ করে দেয়।

শেষ কোয়ার্টারে কিছুটা আক্রমণাত্মক হয় হংকং, তবে ৫৭তম মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, এটা যে কেবল একটি জয় নয়, বরং সম্ভাবনার নতুন দ্বারও।

এ গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে চারটি দল নিয়ে হবে সুপার ফোর পর্ব। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, বাকি দুটি দল লড়বে তৃতীয় স্থানের জন্য।

এআর/আরইউ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews