ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন প্রথিতযশা ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দি এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন।