শিরোপা ধরে রাখার অভিযানে অতীত থেকে শিক্ষা নিতে বললেন নাপোলি কোচ

সেরি আ শিরোপা ধরে রাখার অভিযানে নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ দেখছেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে। ২০২৩-২৪ মৌসুমের সময় করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তাদের এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি।

দিয়েগো মারাদোনার কাঁধে চড়ে ক্লাব ইতিহাসের প্রথম দুটি সেরি আ শিরোপা জয়ের পর, দীর্ঘ ৩৩ বছরের খরা কাটিয়ে ২০২২-২৩ মৌসুমে তৃতীয়বার লিগ জয়ের স্বাদ পায় নাপোলি। কিন্তু পরের মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযানে নেমে ভীষণ বাজে সময় কাটে দলটির, আসর শেষ করে পয়েন্ট তালিকার ১০ নম্বরে থেকে।

দলকে লিগ জিতিয়ে লুসিয়ানো স্পালেত্তি ক্লাব ছেড়ে যাওয়ার পর তিন জন কোচ বদলায় নাপোলি। ইউভেন্তুসকে তিনটি, ইন্টার মিলানকে একটি সেরি আ শিরোপা এনে দেওয়ার পাশাপাশি চেলসিকে প্রিমিয়ার লিগ জেতানো কন্তের কাঁধে নাপোলির দায়িত্ব দেওয়া হয় গত বছরের জুনে। গত মৌসুমে শেষ দিনের লড়াইয়ে দলকে সেরি আ জেতান এই ইতালিয়ান কোচ।

নতুন মৌসুম সামনে রেখে বেশ সতর্ক কন্তে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলকে বিনয়ী হওয়ার বার্তা দেন তিনি।

“ঐতিহ্যগতভাবে যাদের সেরি আ শিরোপা আছে, তারাই ফেভারিট বা ফেভারিটদের মধ্যে থাকে। আমাদের ভয়ে আড়ালে থাকা উচিত নয়। আমরা নিজেদেরকে গড়তে কঠোর পরিশ্রম করেছি। এই বছর খুব চ্যালেঞ্জিং হবে, এটা নিশ্চিত।”

“তবে সাম্প্রতিক অতীত আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয়। নেতিবাচক বিষয়গুলো থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। দুই বছর আগে যা ঘটেছিল তা অবশ্যই একটি শিক্ষা…আমরা মাঠে থেকে কাজ করি, কখনও কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। আমরা খুবই বিনয়ী থাকব।”

বেলজিয়ান প্লেমেকার কেভিন ডে ব্রুইনেসহ আরও কয়েকজন নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করে দলের শক্তি বাড়িয়েছে নাপোলি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews