জে২ কোর-এর মতো, জে৪ কোর-এও অ্যান্ড্রয়েড গো-এর অ্যান্ড্রয়েড ৮.১ অরিও সংস্করণ ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড পাই নয়। তবে জে৪ কোর আগের সংস্করণটির চেয়ে কিছুটা উন্নত। ৬ ইঞ্চির ১৮৪০*৭২০ ডিসপ্লে’র এই স্মার্টফোনে ৩,৩০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্টোরেজ আগের চেয়ে দ্বিগুণ করে ১৬জিবি করা হয়েছে।

এছাড়া বাকি ফিচারগুলো প্রায় একই রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। এতে রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ও ১জিবি র‍্যাম।

অ্যান্ড্রয়েড গো-এর মূল দিক হচ্ছে এটি কম ক্ষমতাসম্পন্ন ডিভাইসেও ব্যবহার করা যায়। ক্যামেরার ক্ষেত্রে জে২ আর জে৪ একই রয়েছে- পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। 

নতুন গ্যালাক্সি জে৪ কোর-এর দাম বা এটি কবে নাগাদ পাওয়া যাবে তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই গ্যাজেট ইতোমধ্যে স্যামসাংয়ের সাইটে প্রকাশ করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews