আজ ফিজদের সামনে হায়দরাবাদ

আইপিএলের শুরুটা দারুণ করলেও ছন্দ ধরে রাখতে পারেননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শেষ চার ম্যাচে খরুচে বোলিংয়ে তার একাদশে জায়গা পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ ফের মাঠে নামছে চেন্নাই। এই ম্যাচের একাদশে সুযোগ পাবেন কি মুস্তাফিজ? রোববার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। 

চলমান আইপিএলে শুরুটা দুর্দান্ত হলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হন চেন্নাইয়ের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে সবাইকে চমকে দেন ফিজ। তবে শেষ কয়েকটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সর্বশেষ ম্যাচেও খরুচে বোলিং করেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচে লখনৌর বিপক্ষে জয়ের সুযোগ ছিল চেন্নাইয়ের। শেষ ওভারে লখনৌর জিততে প্রয়োজন ছিল ১৭ রান। এমন গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজের ওপরই আস্থা রাখেন ধোনি। সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কাটার মাস্টার, মাত্র তিন বলে ১৯ রান দিয়ে দলের হার নিশ্চিত করেন মুস্তাফিজ।

সর্বশেষ দুই ম্যাচে হেরে তাই চাপে আছে ধোনি-মুস্তাফিজরা। প্লে-অফ স্বপ্ন টিকিয়ে রাখতে হায়দরাবাদের বিপক্ষে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের। দলের এমন বাজে সময়েও মুস্তাফিজে আস্থা রাখছেন চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ রাজিব কুমার। ফিজকে দলের অন্যতম সেরা বোলার বলেও আখ্যায়িত করেন তিনি। 

ম্যাচের আগের দিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে চেন্নাইয়ের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চেন্নাইয়ের ফিল্ডিং কোচ মুস্তাফিজ প্রসঙ্গে বলেন, ‘সে (মুস্তাফিজ) খুবই দারুণ করছে। সে বেশ দক্ষ একজন বোলার। একাদশ আসলে আগামীকাল (আজ) নির্ধারণ করা হবে। তবে মুস্তাফিজ আমাদের মূল বোলারদের একজন।’

পরিসংখ্যান হিসেবে হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে আজকে ফেভারিট হিসেবেই নামবে চেন্নাই। এখন পর্যন্ত সবমিলিয়ে চেন্নাই-হায়দরাবাদ মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৪ বার জয়ের দেখা পেয়েছে চেন্নাই। ঘরের মাঠেও সফরকারীদের বিপক্ষে স্বাগতিকদের রয়েছে অবিশ্বাস্য রেকর্ড। 

দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। গত ম্যাচে খরুচে বোলিং করা মুস্তাফিজকে একাদশে রেখেছে তারা। চেন্নাইয়ের মাঠ হওয়ায় ফিজের একাদশের থাকার সম্ভাবনাই বেশি। 

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর (ইম্প্যাক্ট প্লেয়ার)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews