দিনটা ছিল ১৪ ডিসেম্বর, ১৯৭১ সাল। ঢাকার গভর্নরস হাউসে পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আবদুল মোতালেব মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জাতিসংঘের উদ্বাস্তুসংক্রান্ত হাইকমিশনারের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি জন কেলি। হঠাৎই আকাশে উড়ে এসেছিল চারটি ভারতীয় বিমান। সব কটিই মিগ–২১ যুদ্ধবিমান।
ভারতীয় বিমানবাহিনী থেকে এয়ার ভাইস মার্শাল হিসেবে অবসর নেওয়া ভূপেন্দ্র কুমার বিষ্ণোই ওই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। নিজের লেখা বই, ‘থান্ডার ওভার ঢাকা’-তে তিনি লিখেছেন, ‘গভর্নরস হাউসের ওপর প্রতিটা বিমান নিয়ে দুবার করে চক্কর কেটে মোট ১২৮টি রকেট ফেলেছিলাম আমরা।’
বিষ্ণোই আরও লিখেছিলেন, ‘স্বাভাবিকভাবেই বেসামরিক সরকারের শিরদাঁড়া সেদিনই ভেঙে গিয়েছিল। দুই দিন পর পাকিস্তানের সর্বাধিনায়ক জেনারেল নিয়াজি তাঁর ৯৩ হাজার সেনা নিয়ে আত্মসমর্পণ করেন।’
কয়েক বছর আগে ভূপেন্দ্র কুমার বিষ্ণোই মারা গেছেন।