এক টুইট বার্তায় গুগল প্রধান সুন্দার পিচাই বলেন, “১২ থেকে ১৪ মে চলতি বছরের #গুগলআইও নিয়ে আমরা আসবো মাউন্টেইন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে।”

আগের বছর আই/ও ডেভেলপার সম্মেলনে পিক্সেল ৩এ এবং পিক্সেল ৩এ এক্সএল উন্মোচন করেছিলো গুগল। ধারণা করা হচ্ছে, এবারের আয়োজনে পিক্সেল ৪এ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।

বলা হচ্ছে, গুগলে পিক্সেল ৪এ বাজেট স্মার্টফোনটিতে থাকবে পাঞ্চ-হোল পর্দা। আগের বছর অক্টোবরেই ফ্ল্যাগশিপ পিক্সেল ৪ উন্মোচন করেছে গুগল।

ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে ধারণা করা হচ্ছে, পিক্সেল ৪এ ডিভাইসটির নকশা রাখা হবে পিক্সেল ৪-এর মতোই।

পিক্সেল ৪ ডিভাইসটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এবারে ডিভাইসটির বাজেট সংস্করণে রাখা হতে পারে একটি ক্যামেরা। এ ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ইউএসবি-সি পোর্ট দেখা যেতে পারে পিক্সেল ৪এ ডিভাইসটিতে।

সেলফি ক্যামেরার জন্য ব্যবহার করা হতে পারে ৫.৭ বা ৫.৮ ইঞ্চির পাঞ্চ-হোল পর্দা। ফলে আগে পিক্সেল ৩এ’র চেয়ে বেজেল অনেকটাই কমিয়ে আনা হবে।

নতুন এই ডিভাইসের পাশাপাশি এবারের ইভেন্ট নতুন সফটওয়্যার প্রযুক্তির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews