নিত্যনতুন ইস্যুর বেড়াজালে আগামী জাতীয় নির্বাচন প্রত্যাশিত সময়ের মধ্যে হবে কি না, তা নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবু দলগুলোর মধ্যে ভেতরে-ভেতরে নির্বাচনকেন্দ্রিক পথচলার একটা নিজস্ব পথনকশা যে তৈরি হচ্ছে, সেটি ক্রমেই স্পষ্ট হচ্ছে। গতকাল মঙ্গলবার বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে অনেক রাজনৈতিক দলের নেতার বক্তব্যে এর প্রকাশ ঘটে। অনেকের বক্তব্যে নির্বাচনে বিএনপির সঙ্গে থাকার অভিপ্রায় প্রকাশ পায়।
এখন পর্যন্ত সংস্কার ও নির্বাচন ঘিরে মুখ্য রাজনৈতিক দলগুলোতে যে তৎপরতা, তাতে একদিকে আছে বিএনপিসহ সমমনা দলগুলো, অন্যদিকে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আরও কিছু দলের ঐক্য প্রচেষ্টার একটি তৎপরতা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচন মাঠে গড়ালে তখন বিএনপির বিপরীতে ইসলামপন্থী দলগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারে। সে কারণে বিএনপির পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর তৎপরতার দিকেই অনেকে দৃষ্টি রাখছেন।