ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন। এর কয়েকদিন পরই রাশিয়া সতর্ক করে জানিয়েছে, মস্কোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেন সম্পর্কিত নিরাপত্তা সমস্যা সমাধানের চেষ্টা ‘কোনো সমাধানের দিকে নিয়ে যাবে না’।

বুধবার (২০ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘এখন সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ রাশিয়াকে বাদ দিয়ে সমাধান খোঁজা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। এভাবে কাজ হবে না।’

তিনি আরো বলেন, ‘পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা ইস্যুতে গুরুত্বের সাথে আলোচনা করা নিছক ইউটোপিয়া, এটি কোনো সমাধানের দিকে নিয়ে যাবে না।’

ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের বৈঠকের দুই দিন পর এবং আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের সাক্ষাতের কিছুদিন পরই ল্যাভরভ এই মন্তব্য করলেন।

রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ করার তিন বছরেরও বেশি সময় পরে পুতিন ও জেলেনস্কিকে একটি সমঝোতার দিকে নেয়ার চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু বড় বাধা এখনো রয়ে গেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন-জেলেনস্কি বৈঠক হলে সেটি অবশ্যই ‘সতর্ক প্রস্তুতির মাধ্যমে’ আয়োজন করতে হবে, যাতে পরিস্থিতির আরো অবনতি না হয়।

ইউরোপীয় নেতারা ট্রাম্পকে ইউক্রেন ইস্যুতে অবস্থান পাল্টাতে ‘খুবই কৌশলহীন চেষ্টা’ করছেন বলে অভিযোগ করেন ল্যাভরভ। সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কেবল পরিস্থিতিকে উত্তপ্ত করার প্রচেষ্টা এবং মার্কির প্রেসিডেন্টের অবস্থান পাল্টাতে অদক্ষ চেষ্টা দেখেছি। ইউরোপীয়দের কাছ থেকে কোনো গঠনমূলক ধারণা আমরা পাইনি।’

এদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়ারমাক বুধবার জানান, ওয়াশিংটন থেকে ফেরার পরই তিনি ইউরোপীয় দেশ ও ন্যাটোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে দীর্ঘ সমন্বয় বৈঠক করেছেন। এতে জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধি ছিলেন।

তিনি বলেন, ইউক্রেনের সামরিক দলগুলো ইতোমধ্যেই এসব নিরাপত্তা নিশ্চয়তার প্রতিরক্ষা উপাদানগুলো নিয়ে কাজ শুরু করেছে। রাশিয়া যদি শান্তি আলোচনা দীর্ঘায়িত করে, তবে এর জন্য ‘বিশ্বের কাছ থেকে আরো কঠিন চাপ’ মস্কোকে সহ্য করতে হবে।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews