স্কাই ম্যাপ অ্যাপের মাধ্যমে টাইম ট্র্যাভেলও করা যায়। মনে করুন, ১৯৯০ সালের ২৯ জুলাই রাত ১১টা ২০ মিনিটে আকাশ কেমন ছিল, তা আপনি জানতে চান। অ্যাপটিতে সেই তারিখ লিখলেই অতীতের আকাশটি দেখতে কেমন ছিল, তা জানাতে পারে অ্যাপটি। শুধু তা–ই নয়, ২০২৯ সালের ২৯ জুলাই রাত ১১টা ২০ মিনিটে ভবিষ্যতের আকাশ কেমন হতে পারে, তারও সম্ভাব্য তথ্য জানাতে পারে। অফলাইনে ব্যবহার উপযোগী অ্যাপটি এরই মধ্যে গুগল প্লেস্টোর থেকে পাঁচ কোটির বেশিবার নামানো হয়েছে। এই ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে অ্যাপটি।