পছন্দের তারকা পেশাদার জগতের বাইরে কোথায় কী করেন, কেমন জীবনযাপন করেন—এ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহল নতুন কিছু নয়। বর্তমান সময়ে তারকাদের ব্যক্তিজীবন সম্পর্কে ধারণা পাওয়ার বড় এক মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়া। যে কারণে বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের ইনস্টাগ্রামে লাখো–কোটি ফলোয়ার (অনুসারী)।
ইনস্টাগ্রামে বিপুলসংখ্যক অনুসারীই আবার তারকাদের জন্য আয়ের খাত তৈরি করে দিয়েছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারকাদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছাতে চায়, তারকারাও নিজেদের যাপিত জীবনের নানা ছবির ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন পোস্ট করেন। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের মাধ্যমে কোহলি, রোনালদোর আয়ের অঙ্কও বেশ বড়ই।