প্রথম আলো অনলাইনের আদলে ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে একটি মহল। এ বিষয়ে পাঠকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। মহলটি প্রথম আলোর ফেসবুক পেজের আদলে একটি পেজও তৈরি করেছে। ইতিমধ্যেই ওয়েবসাইটটি ভুয়া তথ্য দিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিবেদন কিংবা ওই সাইটে প্রকাশিত কোনো খবরের দায়ভার প্রথম আলো বহন করবে না। 

সাইটটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে প্রথম আলো।

প্রথম আলোর দীর্ঘদিনের পাঠকেরা মূল প্রথম আলো চিনতে ভুল করবেন না এবং সব রকমের বিভ্রান্তি থেকে সতর্ক থেকে প্রথম আলোর পাশে থাকবেন। এমনটিই বিশ্বাস করে প্রথম আলো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews