জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে। তবে তার আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান দেখতে চাই।

পদযাত্রার ষষ্ঠ দিনে রোববার দলটির নেতাকর্মীরা রাজশাহী এসে পৌঁছে। রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক কর্মসূচি পালন করছে।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে সংস্কারের পথে বাধা সৃষ্টি হচ্ছে। যারা এই সংস্কারের যাত্রাকে, গণ-অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবেনা। এ দেশ থেকে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই তরুণ সমাজ বাংলাদেশের জনগণকে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে।

মাওলানা ভাসানীর কথা স্মরণ করে নাহিদ বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানী রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। যদি আমাদের নদীর হিস্যা, পানির হিস্যা, বর্ডারের হিস্যা বুঝে নিতে হয় তবে আমরা আবারও রাজশাহী শহর থেকে লংমার্চ করবো।

নাহিদ বলেছেন, যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায়না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায়না। তারা নিজেদেরকে মুজিববাদের পাহারাদার হিসেবে প্রমাণ করেছে।

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার এখনো সংবিধানে স্থান পায় নাই। এমন সংবিধান আমাদের প্রয়োজন নেই। একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যায়।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews