ইসরায়েল ও ইরানের মধ্যে প্রাণঘাতী সংঘাত চতুর্থ দিনে প্রবেশ করেছে। রাতভর দুই পক্ষই নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এতে বেসামরিক লোকজন নিহত ও আহত হচ্ছেন। সোমবার (১৬ জুন) ভোরে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হেনেছে ইরান। যদিও আন্তর্জাতিকভাবে কূটনীতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হচ্ছে। চলতি সপ্তাহে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে এই দুই চিরশত্রুর মধ্যে সবচেয়ে বড় সংঘাত একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে বিশ্ব নেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার ঘোষণা দিয়ে ইসরায়েল যে হামলাগুলো চালাচ্ছে, তার ফলে চার দিনে তেহরানে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৯০ শতাংশই বেসামরিক নাগরিক।

সোমবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া আরও ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানায়, বর্তমানে তারা ইরানের হুমকি নির্মূল করতে প্রয়োজনে প্রতিহত ও হামলা চালাচ্ছে।

লাইভ ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে এবং জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশুরাও রয়েছে।

এদিকে জি-৭ নেতারা রবিবার কানাডিয়ান রকিজ অঞ্চলে জমায়েত হতে শুরু করেছেন। ইসরায়েল-ইরান সংঘাত এই সম্মেলনের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি হতে যাচ্ছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সাংবাদিকদের বলেন, যে বিষয়গুলো জি-৭ সম্মেলনের এজেন্ডার শীর্ষে থাকবে, সেগুলো হলো- ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি বা অধিকার না করে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করা, সংঘাতের আরও বিস্তার এড়ানো এবং কূটনীতির জন্য সুযোগ সৃষ্টি করা।

রবিবার সম্মেলনে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি পরিস্থিতি নিরসনে কী করছেন। জবাবে তিনি বলেন, ‘আমি আশা করি একটি চুক্তি হবে। আমার মনে হয় এখনই চুক্তির সময়।’

তিনি আরও বলেন, ‘কখনও কখনও লড়াই করেই বিষয়গুলো মীমাংসা করতে হয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews